গণফোরামের সংলাপে ড. কামালের নেতৃত্বে নির্বাচনী সংস্কারের দাবি
- By Jamini Roy --
- 19 October, 2024
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে আজ দলটির ৯ সদস্যের একটি প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে অংশ নেয়। বৈঠক শেষে গণফোরামের সমন্বয় কমিটির সদস্যসচিব মিজানুর রহমান জানান, তাঁরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পুনরুদ্ধার এবং বিশেষভাবে নির্বাচনী ব্যবস্থা সংস্কারসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে প্রধান উপদেষ্টার কাছে পরামর্শ দিয়েছেন। সরকার এই পরামর্শগুলো ইতিবাচকভাবে গ্রহণ করেছে বলে জানান তিনি।
আজকের এই সংলাপ দিয়ে গণফোরাম ছিল প্রথম রাজনৈতিক দল, যারা ড. ইউনূসের সঙ্গে আলোচনায় অংশ নেয়। এদিন দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত সংলাপে গণফোরামের পরে এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দল, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) পর্যায়ক্রমে আলোচনা করে। এর আগে, গত ৫ অক্টোবর বিএনপিসহ পাঁচটি দল ও তিনটি জোটের সঙ্গে সংলাপ করেছেন প্রধান উপদেষ্টা।
সংলাপ শেষে গণফোরামের সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তফা মহসীন মন্টু জানান, বৈঠকে তারা বাজার পরিস্থিতি এবং সিন্ডিকেট ভাঙার ওপর জোর দেন। তিনি আরও বলেন, "পতিত স্বৈরাচার ও তাদের বিদেশি সহযোগীরা দেশের ওপর যে প্রভাব বিস্তার করছে, তা থেকে দেশকে মুক্ত করতে জাতীয় ঐক্য প্রয়োজন।"
গণফোরাম নির্বাচনী ব্যবস্থার সংস্কারের ওপরও জোর দিয়েছে। মোস্তফা মহসীন বলেন, "অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনে দক্ষ ও স্বচ্ছ ব্যক্তিদের নিয়োগ দিতে হবে। অতীতে যেসব সমস্যা হয়েছিল, সেগুলো যেন পুনরাবৃত্তি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।"
সংবিধান সংশোধনের প্রস্তাব সম্পর্কে জানতে চাইলে মোস্তফা মহসীন জানান, তারা এ বিষয়ে আলোচনার পর লিখিত প্রস্তাব জমা দেবেন।
প্রতিনিধিদলে ড. কামাল হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন মোস্তফা মহসীন মন্টু, এস এম আলতাফ হোসেন, সুব্রত চৌধুরী, মিজানুর রহমান, এ কে এম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের, মোশতাক আহমেদ ও সুরাইয়া বেগম।